ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

৭২ ঘণ্টায় চার মার্কিন জাহাজে হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১২:৫১ পিএম
হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন জাহাজ ছবি: এপি নিউজ

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বুধবার (১৯ মার্চ) আরও একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হুথি বিদ্রোহীরা।

এএফপির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, গত ৭২ ঘণ্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ।

এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন হামলার জবাবে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেবে তারা।

হুথিরা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল।

হুথিরা জানিয়েছে, গাজার অবরোধ প্রত্যাহার না করা হলে এবং সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত তাদের সামুদ্রিক অভিযান চলবে।

অপরদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ‘নিরবচ্ছিন্ন হামলা’ চালিয়ে যাবে।