বিশ্বের দেশে দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সড়কের যানজট। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে তীব্র আকার ধারণ করেছে ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে ক্রমশ জটিল হয়ে উঠছে যানজট নিয়ন্ত্রণ করা। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে।
সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এ প্রতিবেদনে বলা হয়, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা।
দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তি দিচ্ছে।
২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।