ভারতের ত্রিপুরা রাজ্যের খোওয়াই জেলা থেকে ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া তারা ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই-এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের ভারতে অবৈধভাবে প্রবেশে সহায়তার জন্য একজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।
খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং তারা কাজের জন্য উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকায় যেতে চেয়েছিলেন। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন- মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া।
কমলেন্দু ধর আরও জানিয়েছেন, ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক এই বাংলাদেশিদের সহায়তা করেছিল। তাকে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পেশ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :