বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বিশ্বের ‘সুখী দেশ’ তালিকা থেকে এশিয়ার অনুপস্থিতি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৯:০৭ এএম

বিশ্বের ‘সুখী দেশ’ তালিকা থেকে এশিয়ার অনুপস্থিতি

ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? ২০২৫ সালের বিশ্ব সুখ রিপোর্ট অনুযায়ী, সেই স্থানটিতে আবারও শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। টানা আট বছর ধরে এই দেশটি প্রথম স্থান ধরে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় এশিয়ার দেশগুলো অনুপস্থিত।  

কেন এশিয়া নেই এই তালিকায়?

বিশ্ব সুখ রিপোর্ট ২০২৫-এর তালিকায় শীর্ষ ২০টি দেশের মধ্যে একটিও এশিয়ার দেশ নেই। এই তালিকাটি গ্যালাপ ওয়ার্ল্ড পোল-এর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, যেখানে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মানুষের জীবন মূল্যায়নের গড় স্কোর বিশ্লেষণ করা হয়েছে।  

সুখের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে ছয়টি বিষয়- প্রতি ব্যক্তির মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর দীর্ঘায়ু, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির প্রতি দৃষ্টিভঙ্গি।

এশিয়ার দেশগুলোর অনুপস্থিতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন-  

সামাজিক নিরাপত্তা ও সমর্থনের অভাব– ফিনল্যান্ডসহ অন্যান্য নর্ডিক দেশগুলোতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা সহজলভ্য, যা মানুষের সুখ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।  
রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা– অনেক এশীয় দেশ রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্যের শিকার।  
সামাজিক আস্থা ও সংহতির ঘাটতি– নর্ডিক দেশগুলোর বিপরীতে, এশিয়ার অনেক দেশেই সামাজিক আস্থার অভাব রয়েছে, যা সুখের একটি গুরুত্বপূর্ণ উপাদান।  

কে শীর্ষে, কে নিচে?

ফিনল্যান্ডের পরই আছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নেদারল্যান্ডস। লাতিন আমেরিকার কোস্টারিকা (৬ নম্বরে) এবং মেক্সিকো (১০ নম্বরে) প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে।  

অন্যদিকে, তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান (১৪৭ নম্বর), সিয়েরা লিওন (১৪৬), লেবানন (১৪৫), মালাউই (১৪৪) এবং জিম্বাবুয়ে (১৪৩)।  

এশিয়ার জন্য ভবিষ্যৎ কী?

বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক সংহতি ও কল্যাণমূলক নীতিগুলোতে জোর দিলে এশিয়ার দেশগুলোও ভবিষ্যতে এই তালিকায় জায়গা করে নিতে পারে। ব্যক্তিগত সুখের চেয়ে সামাজিক সুখ ও আস্থার পরিবেশ তৈরি করাই হতে পারে এশিয়ার উন্নতির চাবিকাঠি।  

আপনার মতে, এশিয়ার কোন দেশগুলো ভবিষ্যতে এই তালিকায় স্থান পেতে পারে?

সূত্র: সিএনএন 

আরবি/এসএস

Link copied!