যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল। গত মঙ্গলবার (১৮ মার্চ) এই হামলা শুরু হয়। এতে এখন পর্যন্ত ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ২০০ শিশু রয়েছে।
তাছাড়া হামলায় মোট আহতের সংখ্যা নয় শতাধিক। বৃহস্পতিবার (২০ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গাজাযুদ্ধে এখন পর্যন্ত মোট ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১২ হাজার ৯৫০ জন।
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। কারণ ধ্বংস্তূপের নিচে চাপা পড়া বহু ফিলিস্তিনি এখনো নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তারাও নিহত হয়েছেন।
এদিকে,ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বৃহস্পতিবার (২০ মার্চ) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
আপনার মতামত লিখুন :