ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ইসরায়েলের হামলা ৩ দিনে প্রাণ হারাল ৬০০ ফিলিস্তিনি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:২৫ এএম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। গত তিন দিনে ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ৬০০ ফিলিস্তিনি।  

শুক্রবার (২১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  

হতাহতের সংখ্যা বাড়ছে

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬১৭ জনে। এছাড়া আহত হয়েছে অন্তত ১,১২,৯৫০ জন। মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।  

গাজার দক্ষিণে স্থল অভিযান অব্যাহত

ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে স্থল অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি বেইত লাহিয়া ও মধ্যাঞ্চলীয় এলাকায়ও সেনারা অগ্রসর হচ্ছে।  

তেল আবিবে হামাসের রকেট হামলা

এদিকে, ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস জানায়, ইসরায়েলের ‘‘গণহত্যার’’ জবাবে তারা এই হামলা চালিয়েছে।  

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া একটি প্রোজেক্টাইল প্রতিহত করা হয়েছে, অন্য দুটি জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল।  

গাজার উত্তরে-দক্ষিণে চলাচলের প্রধান রাস্তাও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী, যা আরও বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল জাজিরা