ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন হামলা

প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের দুটি এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

হুতিদের আল-মাসিরাহ টিভির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) এই হামলা চালানো হয়, যা ‘মার্কিন আগ্রাসন’ হিসেবে অভিহিত করা হচ্ছে।  

লোহিত সাগরের উপকূলবর্তী হুদেইদা অঞ্চলে চারটি বিমান হামলা এবং হুতিদের মূল ঘাঁটি সাহদা এলাকায় আরেকটি হামলা চালানো হয়েছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র দ্বিতীয়বার সফলভাবে প্রতিহত করেছে।  

হুতিদের দাবি, শনিবার (১৫ মার্চ) থেকে যুক্তরাষ্ট্র একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে হুতিদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ভারী বোমাবর্ষণের ঘটনায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এর পাল্টা জবাবে, হুতি বিদ্রোহীরা একটি মার্কিন বিমানবাহী রণতরীর ওপর হামলা চালায় এবং দুইবার ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘোষণা দেয়।  

যুক্তরাষ্ট্র বলছে, হুতিরা গাজায় যুদ্ধ চলাকালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালাচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যপথের জন্য হুমকি সৃষ্টি করছে। এই কারণেই তাদের ওপর হামলা চালানো হচ্ছে।  

সূত্র: আরব নিউজ