ফিলিস্তিনের গাজায় তুরস্কের সহায়তায় নির্মিত একমাত্র ক্যানসার হাসপাতালটি ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল ধ্বংস করে ইসরায়েল তার নিষ্ঠুর নীতির পরিচয় দিয়েছে। গাজাকে বসবাসের অনুপযোগী করে তোলার উদ্দেশ্যে ইসরায়েল পরিকল্পিত হামলা চালাচ্ছে বলে উল্লেখ করেছে আঙ্কারা।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের অবৈধ হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২১ মার্চ) ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার মেডিকেল বিভাগেও হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল। পাশাপাশি, মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে।