ড. ইউনূস ও মোদির বৈঠক নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: দিল্লি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৮:৫০ এএম

ড. ইউনূস ও মোদির বৈঠক নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: দিল্লি

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (২১ মার্চ) এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, বৈঠক নিয়ে এখনো কোনো আপডেট নেই। দিল্লি কোনো সিদ্ধান্ত নেয়নি।  

এর আগে, প্রতিবেদনে জানায়, বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও মোদির মধ্যে দেখা হতে পারে, তবে আনুষ্ঠানিক বৈঠক হবে কি না, তা নিশ্চিত নয়।  

বাংলাদেশ ইতোমধ্যে ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য ভারতের কাছে চিঠি দিয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময়ও দুই নেতার বৈঠকের চেষ্টা হয়েছিল, কিন্তু সেটি হয়নি। 

আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল ব্যাংকক যাবেন এবং ৪ এপ্রিল ঢাকা ফিরবেন। যদি মোদির সঙ্গে বৈঠক হয়, তবে এটি হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরবি/এসএস

Link copied!