মেয়র গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:৫৩ এএম

মেয়র গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

তুরস্কে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তারের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিরোধী দল ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মার্চ) দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ আঙ্কারা ও ইজমিরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘন ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন।  

ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে, পাশাপাশি অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।  

কেন গ্রেপ্তার করা হয়েছে মেয়রকে?

ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু, যিনি প্রধান বিরোধী দল সিএইচপি (রিপাবলিকান পিপলস পার্টি)-এর নেতা, তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে সমর্থকদের দাবি, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাবনাকে নস্যাৎ করার পরিকল্পনা।

ইমামোগলুর গ্রেপ্তার তুরস্কের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিরোধী শক্তিকে দমন করতে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন।

মেয়রের গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র তুরস্কের সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছে।  

বিরোধী দল ঘোষণা দিয়েছে, মেয়রের মুক্তির দাবিতে দেশব্যাপী আরও বড় ধরনের আন্দোলন হবে। এদিকে, তুরস্কের সরকার বলছে, আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।  

তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। ইমামোগলুর মুক্তি না হলে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

আরবি/এসএস

Link copied!