ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দেশে গৃহযুদ্ধ হবে না: নেতানিয়াহু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১২:৫০ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে দেশটিতে গৃহযুদ্ধের কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েল একটি আইনসম্মত রাষ্ট্র, এবং আইনের অধীনে ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেবে কে শিন বেতের (ইসরায়েলি নিরাপত্তা সংস্থা) প্রধান হবেন। দেশে কোনো গৃহযুদ্ধ হবে না!’

নেতানিয়াহুর এই মন্তব্য আসে সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহারন বারাকের এক বক্তব্যের পর। বৃহস্পতিবার (২০ মার্চ) ইসরায়েলি সরকার হঠাৎ করেই শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তবে শুক্রবার দেশটির হাইকোর্ট এই সিদ্ধান্ত স্থগিত করে, যতক্ষণ না বরখাস্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।  

পটভূমি: কেন নেতানিয়াহুর সিদ্ধান্ত বিতর্কিত?

নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন শিন বেত সংস্থাটি তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ তদন্ত চালাচ্ছে। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে তথাকথিত কাতারগেট কেলেঙ্কারি, যেখানে অভিযোগ উঠেছে যে নেতানিয়াহুর কয়েকজন সহযোগী গোপনে কাতারের সঙ্গে আর্থিক লেনদেন ও সমঝোতা করেছেন।  

বিশ্লেষকরা মনে করছেন, এই বরখাস্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বিরোধীদল ও নেতানিয়াহুর সমালোচকরা অভিযোগ করছেন যে তিনি আইন ও নিরাপত্তা সংস্থাগুলোর ওপর প্রভাব বিস্তার করতে চান এবং তার বিরুদ্ধে চলমান তদন্তকে বাধাগ্রস্ত করতেই রোনেন বারকে বরখাস্ত করা হয়েছে।  

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে বিরোধীরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত বলে মনে করছে। অন্যদিকে, নেতানিয়াহু এই বিতর্ককে উড়িয়ে দিয়ে জোর দিয়ে বলেছেন যে সরকার সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই কাজ করছে এবং দেশে কোনো গৃহযুদ্ধের সম্ভাবনা নেই।  

বিশেষজ্ঞরা বলছেন, শিন বেতের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার নেতৃত্বে হঠাৎ পরিবর্তন ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে যখন দেশটি অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট