নিলামে বিক্রি হলো টুইটারের আইকনিক পাখি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০১:৫২ পিএম

নিলামে বিক্রি হলো টুইটারের আইকনিক পাখি

টুইটারের আইকনিক নীল পাখি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে এক যুগেরও বেশি সময় ধরে পরিচিত টুইটারের আইকনিক নীল পাখি লোগো। অবশেষে তা নিলামে বিক্রি হয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের পরিবর্তনের অংশ হিসেবে এই লোগোটি সরিয়ে ফেলা হয় এবং সম্প্রতি এটি নিলামে তোলা হয়।  

নিলামে সবকিছুর মধ্যে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি নজর কাড়ে টুইটারের প্রখ্যাত পাখির লোগো। এই লোগোটি ১০০,০০০ ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) মূল্যে বিক্রি হয়েছে।  

এই নিলামে টুইটারের সান ফ্রান্সিসকো অফিসের বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক গ্যাজেট, শিল্পকর্ম ও অন্যান্য জিনিসপত্রও বিক্রির জন্য তোলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আইটেম ছিল-

নীল পাখির লোগো (Blue Bird Logo): ১০০০০০ ডলার 
@ প্রতীক চিহ্নের একটি ভাস্কর্য: ১৩০০০ ডলার 
কনফারেন্স টেবিল ও অফিস চেয়ার: ১০০০-৩০০০ ডলার 
এলইডি স্ক্রিন ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড: বিভিন্ন মূল্যে বিক্রি  


২০২২ সালে এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই কোম্পানিতে ব্যাপক পরিবর্তন আনেন। এক পর্যায়ে তিনি টুইটারের ঐতিহ্যবাহী নীল পাখির লোগো পরিবর্তন করে এক্স  প্রতীক চালু করেন।  

এই লোগো পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। অনেক ব্যবহারকারী এবং ডিজাইনাররা টুইটারের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং পরিবর্তনের সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে মাস্ক বলেছেন, এক্স প্ল্যাটফর্মটি শুধু একটি মাইক্রোব্লগিং সাইটই থাকবে না, এটি ভবিষ্যতে একটি সর্বজনীন অ্যাপ হিসেবে কাজ করবে, যেখানে ব্যাংকিং, শপিং ও যোগাযোগের সব সুবিধা পাওয়া যাবে।

বিশ্লেষকরা বলছেন, টুইটারের আইকনিক লোগো কেবল একটি সাধারণ প্রতীক ছিল না, বরং এটি সোশ্যাল মিডিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই সংগ্রাহকরা এবং প্রযুক্তিপ্রেমীরা এই লোগোর জন্য এত বেশি দাম দিতে আগ্রহী হয়েছেন।  

এদিকে, নিলাম থেকে পাওয়া অর্থ টুইটারের নতুন উন্নয়ন প্রকল্পে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এক্স কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরবি/এসএস

Link copied!