২০২৪ সালে নির্বাচনি প্রচারণা সমাবেশে গুলিবিদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ট্রাম্পের সুস্থতা কামনায় গির্জায় গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি ফক্স নিউজের সাবেক হোস্ট টাকার কার্লসনের পডকাস্টে এ তথ্য জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকফ। খবর এনডিটিভির।
উইটকফ বলেন, ‘যখন প্রেসিডেন্টকে গুলি করা হয়েছিল, সেসময় স্থানীয় গির্জায় গিয়ে তার পুরোহিতের সঙ্গে দেখা করেছিলেন পুতিন। ট্রাম্পের জন্য প্রার্থনাও করেছিলেন তিনি।’
তিনি আরও বলেন, ‘পুতিনের সঙ্গে প্রেসিডেন্টের বন্ধুত্ব ছিল এবং তিনি তার বন্ধুর সুস্থ্যতার জন্য প্রার্থনা করছিলেন। যখন তিনি ট্রাম্পকে একই কথা বলেছিলেন, তখন তিনি (ট্রাম্প) অভিভূত হয়েছিলেন। ’
প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ও ট্রাম্পের ভালো সম্পর্কের আরেকটি নিদর্শন হলো- পুতিন একজন শীর্ষ রুশ শিল্পীর তৈরি ট্রাম্পের একটি ‘সুন্দর প্রতিকৃতি’ বানান, যা পরে ট্রাম্পকে উপহার দেওয়া হয়। অন্যদিকে ট্রাম্পও পুতিনকে ‘প্রতিভাবান’ এবং ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ট্রাম্প এবং পুতিন দুজনই একে অপরকে সম্মান প্রদর্শন করেন, কিন্তু এর মানে এই নয় যে তাদের সম্পর্ক সম্পূর্ণ বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :