ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

‘নতুন যুদ্ধের’ হুঁশিয়ারি লেবাননের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৬:৫৭ পিএম
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ছবি: ইন্টারনেট

সম্প্রতি গাজায় আবারও নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার প্রতিউত্তর হিসেবে গাজা, ইয়েমেন ও লেবানন থেকে একজোটে রকেট হামলা চালানো ইয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। 

এর জবাবে তিনটি অঞ্চলেই অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননেও বিমান ও রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

এরই জেরে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরাইলকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, ‘দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে’।

প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, ‘যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়।’

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসরাইলের নতুন সেনাপ্রধান এয়াল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এবং এসব রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে।

চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘একই দিনে গাজা, ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা! প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এখন ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি।’

এদিকে ইসরাইল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে। যা ইতোমধ্যেই ভঙ্গুর অস্ত্রবিরতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত আরও বৃদ্ধি পায়, তাহলে ইসরাইল ও লেবাননের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে।