লেবাননে ইসরায়েলের পাল্টা হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৭:১৬ পিএম

লেবাননে ইসরায়েলের পাল্টা হামলা

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা চালানোর পর লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করা এবং দেশটিতে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।

পাল্টাপাল্টি এই হামলা তেল আবিব ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত লেবাননের একটি জেলা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে। এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনীও লেবাননে গোলা ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনা রেডিও।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি গোলাগুলো লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আঘাত হেনেছে। এছাড়াও তেল আবিবের সীমান্ত সংলগ্ন আরও তিনটি শহরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।

তবে, সীমান্তের ওপার থেকে রকেট ছোড়ার জন্য কারা দায়ী, তা স্পষ্ট করে বলেনি ইসরায়েল।

রয়টার্স এ প্রসঙ্গে হিজবুল্লাহর মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে গোষ্ঠীটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।


সূত্র: রয়টার্স
 

আরবি/এসএম

Link copied!