আর্থিক চাপ কমাতে বিয়ে সহজ করল চীন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:৪৯ এএম

আর্থিক চাপ কমাতে বিয়ে সহজ করল চীন

ছবি: সংগৃহীত

বিয়ে নিবন্ধন প্রক্রিয়া সহজতর করতে এবং দম্পতিদের আর্থিক চাপ কমাতে নতুন নীতি ঘোষণা করেছে চীন। দেশটির সরকার শনিবার (২২ মার্চ) এ পরিবর্তনের ঘোষণা দেয়, যা জনসংখ্যা সংকট মোকাবিলায় বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।  

চীনে এতদিন দম্পতিদের নিজেদের জন্মস্থান বা স্থায়ী নিবন্ধিত ঠিকানায় গিয়ে বিয়ে নিবন্ধন করতে হতো। এতে ভ্রমণ ও আর্থিক চাপ তৈরি হতো, বিশেষ করে যারা কাজ বা পড়াশোনার জন্য অন্য শহরে থাকেন, তাদের জন্য। তবে, নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো শহরে বসবাসরত দম্পতি তাদের বর্তমান ঠিকানায় বিয়ে নিবন্ধন করতে পারবেন।  

চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া থেকে জানা যায়, এই পরিবর্তন বিশেষত তরুণদের জন্য সহায়ক হবে, যারা সাধারণত জন্মস্থানের বাইরে চাকরি বা পড়াশোনার জন্য বসবাস করেন।  

চীনে বিয়ের হার কমছে, সংকটে জনসংখ্যা

অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে চীনে বিয়ে ও সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।  
- ২০২৩ সালে বিয়ের সংখ্যা এক-পঞ্চমাংশ হ্রাস পেয়েছে।
- টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমছে।

এই প্রবণতা মোকাবিলায় চীন ইতিমধ্যে নগদ প্রণোদনা, শিশুর যত্নসুবিধা বৃদ্ধি, কর ছাড়সহ নানা পদক্ষেপ নিয়েছে।  

বিয়ের ব্যয় কমাতে যৌতুকবিরোধী প্রচার

বিয়ে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিয়ের ব্যয় কমাতে নতুন প্রচার চালাবে নাগরিকবিষয়ক মন্ত্রণালয়।  
চীনে যৌতুক সামাজিক সম্মানের প্রতীক হলেও অনেক সময় এটি বরপক্ষের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে।
এটি সামাজিক বৈষম্য বাড়ায় এবং অনেক তরুণকে বিয়ে থেকে দূরে রাখে।

চীনের কিছু অঞ্চলে যৌতুকের পরিমাণ বিপুল অঙ্কে বেড়েছে। কিছু ক্ষেত্রে, কনের পরিবার ২০,০০০ থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত যৌতুক দাবি করে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।  

তরুণদের বিয়ে নিয়ে অনাগ্রহের কারণ

চীনে তরুণদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার অনাগ্রহের কয়েকটি প্রধান কারণ রয়েছে:  

  • বাড়ির উচ্চমূল্য- অনেক পরিবারই বিয়ের আগে ফ্ল্যাট কেনার চেষ্টা করে, যা অত্যন্ত ব্যয়বহুল।  

  • শিক্ষার খরচ- ডে কেয়ার, প্রাইভেট টিউশনসহ শিক্ষার অতিরিক্ত ব্যয় সন্তান নেওয়ার ইচ্ছা কমিয়ে দিচ্ছে।  

  • কর্মজীবন ও ব্যক্তিগত স্বাধীনতা- অনেক তরুণ-তরুণী মনে করেন, বিয়ে তাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়াতে পারে।  

চীন সরকার জনসংখ্যা সংকট মোকাবিলায় আরও নতুন নীতি প্রণয়ন করতে পারে, যার মধ্যে রয়েছে:  

  • বিয়ে ও সন্তান নেওয়ার জন্য আর্থিক প্রণোদনা বৃদ্ধি

  • শিশু যত্নসুবিধা আরও বাড়ানো

  • বৈবাহিক আইন সহজতর করা

  • মাতৃত্বকালীন ছুটির সময় বাড়ানো

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই নীতি তরুণদের বিয়েতে আগ্রহী করতে সহায়ক হবে, তবে দীর্ঘমেয়াদে জনসংখ্যা বৃদ্ধিতে এটি কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।

আরবি/এসএস

Link copied!