বাংলাদেশের জন-অসন্তোষ সম্পর্কে আগে থেকেই জানত ভারত। আর ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতচ্যুতির আগে থেকেই এ বিষয়টি স্পষ্ট ছিল। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে জয়শঙ্কর আরও বলেন, সে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ তার ওপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না। তবে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে—এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল।
এদিন পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ড. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান, ছিল আলোচনার প্রধান বিষয়।
আপনার মতামত লিখুন :