ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সোমবার (২৪ মার্চ) ভোর থেকে চালানো সামরিক অভিযানে আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারীরাও রয়েছেন।
নিহতদের মধ্যে খান ইউনিসের একটি তাঁবুতে বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলের মাইন এলাকায় একটি বাড়িতে সেনাদের গুলিতে চারজন এবং নুসেইরাত শরণার্থী শিবিরে দুই নারী রয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
ইসরায়েলি বাহিনী ভোরের দিকে খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বোমা হামলা চালিয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১-এ পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।
রোববার (২৩ মার্চ) একদিনেই নিহত হয়েছেন ৪১ জন এবং আহত হয়েছেন ৬১ জন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও দু’জনের মরদেহ।
নতুন করে ইসরায়েলি হামলার সূত্রপাত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা চলতে থাকে ১৫ মাস ধরে।
আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামাসের সঙ্গে মতবিরোধের কারণে গত মঙ্গলবার (১৮ মার্চ) থেকে নতুন করে বিমান হামলা শুরু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৭০০ জনের বেশি এবং আহত হয়েছেন ১,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।
সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :