মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করেছে, যার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে বেইজিং।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, ‘চীন এবং যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, তবে উভয়েই লাভবান হবে। কিন্তু যদি তারা সংঘাতে জড়িয়ে পড়ে, তবে উভয় দেশই ক্ষতির সম্মুখীন হবে।’
রোববার (২৩ মার্চ) মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স ও বেইজিংয়ে অবস্থানরত মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সময় লি কিয়াং এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে
লি কিয়াং বলেছেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আমাদের উচিত সংঘর্ষের বদলে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ, স্থিতিশীল ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে চাই।’
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘চীন সবসময় মার্কিন ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে স্বাগত জানায় এবং ব্যবসার জন্য ন্যায্য ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বেইজিংয়ে চীন উন্নয়ন ফোরাম ও মার্কিন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
সিনেটর স্টিভ ডেইন্স, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বলেন, ‘১৯৯১ সালে চীনের অর্থনীতি মাত্র ৫০০ বিলিয়ন ডলারের কিছু বেশি ছিল। এখন দেশটি বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।’
ডেইন্স আশা প্রকাশ করেন যে, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে আরও উচ্চপর্যায়ের সংলাপ হবে। তিনি চীন উন্নয়ন ফোরাম ২০২৫-এ যোগ দিয়েছেন, যেখানে মার্কিন ব্যবসায়ীরা চীনের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন।
এদিকে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে চীনের নতুন উদ্যোগ
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
লি বলেন, ‘বিশ্ব অর্থনীতি এখন নানা চ্যালেঞ্জের মুখে। চীন যেকোনো অপ্রত্যাশিত সংকট মোকাবিলার জন্য প্রস্তুত।’
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধের প্রভাব বৈশ্বিক বাজারেও পড়বে। তবে উভয় দেশ যদি কূটনৈতিকভাবে সমঝোতায় পৌঁছাতে পারে, তবে বিশ্ব অর্থনীতি আরও স্থিতিশীল হতে পারে।
সূত্র: আনাদোলু