বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ইরানে আক্রমণ করার কারো সাহস নেই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:৫৪ পিএম

ইরানে আক্রমণ করার কারো সাহস নেই  : পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের দিকে কেউ আক্রমণ করার সাহস পাবে না, কেননা ইরান এখন যে কোনো পরিস্থিতি রুখে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার (২৪ মার্চ) তেহরানে রেড ক্রিসেন্ট সোসাইটির এক আলোচনা সভায় সাংবাদিকদের তিনি বলেন, আমরা নিশ্চিত কেউ এখন ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত। তারা জানে যে, সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এ সময় আব্বাস আরাগচি উল্লেখ করেন, আমি আবারও বলতে চাই, কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।

আরবি/জেডি

Link copied!