ইরানের পারমাণবিক স্থাপনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মার্কিনি মহলে। হঠাৎ করেই কেঁপে উঠল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাটি। সন্দেহের তীর আবারও দেশটির পরমাণু অস্ত্রের দিকেই। কিছুদিন থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প। মধ্যস্থতা করতে রাশিয়ার দ্বারেও ঘুরেছে মার্কিন প্রশাসন। কিন্তু এখন পর্যন্ত সুবিধাজনক স্থানে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উৎকণ্ঠার মধ্যে হঠাৎ করেই ভূমিকম্প! আসলে রহস্যটা কী?
ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্রে ২০২০ সালের জুলাইয়ে সেন্টিফিউ পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাকে নাশকতা হিসেবে সেই সময়ে দাবি করে দেশটির পারমাণবিক কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা। তার ঠিক এক বছর পর ২০২১ সালের এপ্রিলে আবারও বিস্ফোরণ হয়।
এবার পারমাণবিক পদার্থ পরিশোধনের জন্য হাজারখানেক মেশিন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ আনে ইরান। যদিও ইসরায়েল হামলার বিষয়টিকে স্বীকার না করলেও প্রত্যাখ্যানও করেনি। পরবর্তীতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই হামলায় দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার কথা জানায়।
গত বছর ইসফাহান প্রদেশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস৩০০-কে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। নাতানজ পারমাণবিক কেন্দ্র থেকে কিছুটা দূরে হামলা পরিচালনা করে ইসরায়েলের সামরিক বাহিনী। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ অঞ্চলে।
এবার দেশটির বদরুদ শহরে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার কারণে ইসফাহান প্রদেশে থাকা দেশটির একমাত্র পারমাণবিক কেন্দ্রটি ২৬ কিলোমিটারের মধ্যে থাকা স্থাপনা কেঁপে ওঠে। দ্বিতীয় দফায় আবারও ৪ দশমিক ৫ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।
তবে এই ঘটনায় পারমাণিক কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) উপ-প্রধান বেহরুজ কামালভান্দি বলেছেন, নাতানজে রেকর্ড করা দুটি ভূমিকম্পের পারমাণবিক স্থাপনার ওপর কোনো প্রভাব পড়েনি। পারমাণবিক স্থাপনাটির নকশা এমন যে, উচ্চতর তীব্রতার ভূমিকম্পও এতে প্রভাব ফেলবে না।
এদিকে ভূমিকম্পের ফলে উৎপত্তিস্থলের আশপাশের গ্রামগুলোতে ফাটল দেখা দিয়েছে। ঐতিহাসিক নাতানজ বাজারের ক্যারাভানসেরাইয়ের প্রবেশপথ ভেঙে পড়ার কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।