বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ইফতার শেষে তারা দেখলেন বাড়িটি দখল নিয়েছে ইসরায়েলিরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:০৪ পিএম

ইফতার শেষে তারা দেখলেন বাড়িটি দখল নিয়েছে ইসরায়েলিরা

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরের হেবরনের তেল রুমেইদা এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বসতবাড়ি দখল করে নিয়েছে ইসরায়েলিরা। পরে তারা সেখানে বসতি স্থাপন করেছে।

সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে হেবরনের স্থানীয় একটি বার্তা সংগঠন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারটি ইফতার করার জন্য বাইরে ইসরায়েলি দখলদাররা এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফতারের পর ফিলিস্তিনি পরিবারটি বাড়িতে ফিরে আসলে ইসরায়েলি সেনারা তাদের বাড়ির কাছাকাছি যেতে বাধা দেয়। এমনকি পুলিশ তাদের অভিযোগ নিতেও অস্বীকার করে।

দখলদারদের দাবি, বাড়িটি তারা কিনে নিয়েছে। তবে ফিলিস্তিনি পরিবার তাদের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরবি/জেডি

Link copied!