হজযাত্রীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে।
রোববার (২৪ মার্চ) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি নাগরিকদের জন্যও এই নির্দেশনা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই, টিকা গ্রহণ ছাড়া কোনো হজযাত্রীকে অনুমতি দেওয়া হবে না।
নির্দেশনা অনুযায়ী, হজ প্যাকেজের নিবন্ধনের সময় টিকা সনদ প্রদর্শন করতে হবে। টিকা সনদ ছাড়া কেউ দেশটিতে প্রবেশ করতে পারবে না। বিমানবন্দরে সনদ দেখাতে ব্যর্থ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
প্রসঙ্গত, মেনিনজাইটিস হলো মস্তিষ্কের ঝিল্লি এবং ঘাড় ও মেরুদণ্ডের টিস্যুর প্রদাহজনিত একটি সংক্রামক রোগ। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকজনিত জীবাণুর সংক্রমণে হয়ে থাকে। হজের সময় বিপুলসংখ্যক মানুষের সমাগমের কারণে রোগটির বিস্তার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই, এই সংক্রামক রোগ প্রতিরোধে সৌদি সরকার বাধ্যতামূলক টিকা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।