ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি কর্মীর বিরুদ্ধে পরকীয়া সন্দেহে স্ত্রীসহ তিন সন্তানকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বিজেপি কর্মীর নাম যোগেশ রোহিলা। তিনি প্রদেশটির সাহারানপুর জেলার সাগাথেদা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ সুপার রোহিত সাজওয়ান জানান, শনিবার (২২ মার্চ) রোহিলা নিজেই পুলিশকে জানায়, সে তার স্ত্রী ও সন্তানদের গুলি করে হত্যা করেছে।
পুলিশ সুপার জানান, স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন রোহিলা। তাকে বহুবার ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও স্ত্রী না মানায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সমাজে সম্মানহানির আশঙ্কায় শেষমেশ স্ত্রী ও সন্তানদের গুলি করে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি।
এ ঘটনায় রোহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার, চারটি খালি শেল, ১০টি তাজা কার্তুজ, বন্দুকের ব্যারেল এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।