বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঋণ নিয়ে স্বামীকে ‘মৃত’ দেখালেন ৪ নারী, অতঃপর..

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৫:১৯ পিএম

ঋণ নিয়ে স্বামীকে ‘মৃত’ দেখালেন ৪ নারী, অতঃপর..

প্রতীকী ছবি

ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন চার নারী। কিন্তু সেই ঋণের টাকা যাতে মেটাতে না হয়, তার জন্য নিজেদের স্বামীদেরই ‘মেরে’ ফেললেন তারা। স্বামী জীবিত থাকা সত্ত্বেও ব্যাংকের কাছে মৃত্যু সনদ জমা দিয়ে ওই চার নারী দাবি করেন, স্বামী মারা গিয়েছেন। 

তাই ঋণ শোধ করার মতো সামর্থ্য নেই তাদের। তবে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসতেই স্তম্ভিত হয়ে যান ব্যাংক কর্মীরা। এরপরই ওই চার নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে গ্রেপ্তার করা হয় চার নারীকে।

পুলিশ সূত্র বলছে, বেশ কয়েক দফায় ঋণ নিয়েছিলেন ওই চার নারী। গ্রামীণ এবং মফস্বল এলাকায় মূলত নারীদের ঋণ দিত একটি ব্যাংক।

ব্যাংকের নিয়ম অনুযায়ী, যদি কোনো ঋণগ্রহীতার স্বামী মারা যান, তাহলে তার ঋণের যে ক’টি কিস্তি বাকি থাকবে, সেগুলো মওকুফ করে দেওয়া হবে। গোরক্ষপুরের চার নারী সেই নিয়মের সুযোগ নিয়ে ঋণের টাকা না মেটানোর ফন্দি আঁটেন।

পুলিশ সূত্রে খবর, চার নারী স্বামীদের মৃত্যুর ভুয়া সনদ বের করেন। সেই সনদ নিয়ে হাজির হন ব্যাংকে। সেগুলো জমাও দেন তারা। কিন্তু ব্যাংক কর্মীদের সন্দেহ হওয়ায় এলাকায় গিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন। তখনই জানতে পারেন সত্যটা। ওই চার নারীর কারও স্বামীরই মৃত্যু হয়নি। তারপরই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চার নারীকে।

আরবি/এসএমএ

Link copied!