ভুল করে ইয়েমেনে হামলার একটি পরিকল্পনা গণমাধ্যমে ফাঁস করে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলার কয়েক ঘণ্টা আগে পরিকল্পনাটি ফাঁস হয় বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট নেতারা। তথ্য ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আইনের লঙ্ঘন ঘটেছে দাবি করে পুরো বিষয়টিকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা।
এর আগে, অভ্যন্তরীণ একটি ম্যাসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ভুল করে ওই গ্রুপে একজন সাংবাদিককেও যুক্ত করে ফেলেন তারা। তিনি হলেন ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম দ্য আটলান্টিকের এডিটর ইন চিফ জেফ্রে গোল্ডবার্গ।
চ্যাট গ্রুপটিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারাও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এরপর দ্য আটলান্টিকে হামলার পরিকল্পনার তুলে ধরে খবর প্রকাশ করেন জেফ্রে গোল্ডবার্গ।
তিনি বলেছেন যে, গত ১৩ মার্চ বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের একটি এনক্রিপটেড চ্যাট গ্রুপে অপ্রত্যাশিতভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্রুপটির নাম ছিল ‘হুথি পিসি স্মল গ্রুপ’।
ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছ, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা সমন্বয় করার জন্য একটি ‘টাইগার টিম’ গঠন করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার সহকারী অ্যালেক্স অংকে দায়িত্ব দিয়েছিলেন।
ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে, তিনি ওই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। ফাঁসের খবর প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।