ইসরায়েলিদের ফের হামলা শুরু হওয়ার পর গাজায় গত এক সপ্তাহে ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এটিকে ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিশুদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন’ বলে আখ্যা দিয়েছে।
গাজায় সেভ দ্য চিলড্রেনের মানবিক পরিচালক র্যাচেল কামিংস বলেন, ‘হাসপাতালে বোমা ফেলে ধ্বংস করা হচ্ছে, এত শিশুরা মারা যাচ্ছে। এসব দেখেও সব নীরব। কোনো সাহায্য নেই, নিরাপত্তার আভাস নেই।
সংগঠনটি জানায় ইসরায়েলিদের যুদ্ধ পুনরায় শুরু করার মানে হল ‘গাজার শিশুদের জন্য মৃত্যুদণ্ড।’
গাজার সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৯০০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।
সেভ দ্য চিলড্রেন বলেছে, শিশুদের তাঁবুতে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হচ্ছে, তাদের অনাহারে রাখা হচ্ছে এবং আক্রমণ করা হচ্ছে। শিশু ও পরিবারগুলোকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় হল একটি নির্দিষ্ট যুদ্ধবিরতি।
আপনার মতামত লিখুন :