সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF)এর মধ্যে চলমান সংঘর্ষের কারণে দেশটির উত্তর দারফুর রাজ্যের আল-মালহা শহর থেকে প্রায় ১৫,০০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
তারা আরও জানায়, গত ২০ ও ২১ মার্চে শহরের বাসিন্দারা শহর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।
এদিকে গত শুক্রবার সুদানের ডাক্তারদের নেটওয়ার্ক (SDN) এক বৃবিতিতে জানিয়েছে, ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’এর হামলায় আল-মালহা শহরে প্রায় ৪৮ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে।
সূত্রটি আরও বলছে, সুদান সেনাবাহিনী ও ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF)এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে।
জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই গৃহযুদ্ধে ২০,০০০ মানুষ নিহত এবং ১৪ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে জানায়, প্রকৃত মৃতের সংখ্যা ১,৩০,০০০-এর কাছাকাছি হতে পারে।