শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

গ্রেপ্তার হলেই পাবেন বড় অঙ্কের ক্ষতিপূরণ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৯:৪২ এএম

গ্রেপ্তার হলেই পাবেন বড় অঙ্কের ক্ষতিপূরণ

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ব্যাপক ধরপাকড় চালিয়েছে, যার অংশ হিসেবে ১০ হাজারেরও বেশি অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তবে ট্র্যাক রিপোর্টস-এর তথ্য অনুযায়ী, গত ৯ মার্চ পর্যন্ত আটক থাকা ৪৬,০০০ জনের মধ্যে প্রায় ৫০ শতাংশের কোনো অপরাধমূলক রেকর্ড বা বিচারাধীন মামলা ছিল না। এটি অবৈধ আটক সম্পর্কিত গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে।  

নিষ্পত্তির আওতায় ৯২.৫ মিলিয়ন ডলার

অনিয়মিত আটক যুক্তরাষ্ট্রে নতুন কিছু নয়। ২০২৪ সালের ডিসেম্বরে নিউইয়র্ক সিটি অবৈধভাবে অভিবাসীদের আটক রাখার অভিযোগে ৯২.৫ মিলিয়ন ডলারের এক নিষ্পত্তিতে সম্মত হয়। ক্লাস-অ্যাকশন মামলায় বলা হয়, শুধুমাত্র আইসিই’র অনুরোধের ভিত্তিতে নির্ধারিত মুক্তির তারিখের পরও অভিবাসীদের আটকে রাখা হয়েছিল, যা আইন লঙ্ঘনের শামিল।  

যদিও শহর কর্তৃপক্ষ কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে, তবুও মামলা সংক্রান্ত ব্যয় ও অনিশ্চয়তা এড়াতে এ নিষ্পত্তিতে রাজি হয়েছে। এর ফলে নির্দিষ্ট কিছু দেশের অভিবাসীরা ১০,০০০ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।  

কারা এ ক্ষতিপূরণের জন্য যোগ্য?

ক্ষতিপূরণ পেতে হলে—  

  • আপনার আটক হওয়ার সময়কাল হতে হবে: ১ এপ্রিল ১৯৯৭ থেকে ২১ ডিসেম্বর ২০১২-এর মধ্যে।  
  • আপনি যদি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন্স-এর অধীনে ছিলেন এবং মুক্তির নির্ধারিত তারিখের পরেও আটক রাখা হয়েছিল অথবা  
  • আইসিই-এর অনুরোধের কারণে মুক্তি পেতে দেরি হয়েছিল- তাহলে আপনি ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে পারেন।  

কীভাবে আবেদন করবেন?

১৫ মে ২০২৫- এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। অফিসিয়াল নিষ্পত্তি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিন।

এ নিষ্পত্তি অভিবাসী অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অন্যায়ভাবে আটক ব্যক্তিদের ন্যায়ের পথে কিছুটা হলেও এগিয়ে নেবে। 

আরবি/এসএস

Link copied!