ফ্রান্সে নতুন করে তর্ক-বিতর্ক উসকে দিল ইসলামি পোশাক ব্র্যান্ড ‘মেরাচি’।
ইনস্টাগ্রামে প্রকাশিত তাদের সাম্প্রতিক এক বিজ্ঞাপন ঘিরে চলছে উত্তপ্ত আলোচনা। কারণ? আইফেল টাওয়ারকে হিজাবে মোড়ানো!
ফ্রান্সে হিজাব নিষিদ্ধ এমন অনেক জায়গায়- বিশেষ করে স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে। অথচ এই বিজ্ঞাপন যেন সেই বিতর্ককে আরও উসকে দিল।
জাতীয় টেলিভিশন ও রেডিওতে এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বিশ্লেষক লরেন্ট নিউম্যান স্পষ্টভাবেই বলছেন, ‘ফ্রান্সে শুধু স্কুলে হিজাব নিষিদ্ধ। অথচ তারা বলছে, এটা বিনয়ী ফ্যাশন, যার ধর্মীয় কোনো সংযোগ নেই। এটা সম্পূর্ণ মিথ্যা!’
এদিকে লে পয়েন্ত ম্যাগাজিনের সম্পাদক জেরালদিন ভোসনার মনে করেন, এই বিজ্ঞাপন দেশের মধ্যে বিভেদ বাড়াতে পারে। তিনি বলেন, ‘মেরাচি বোঝাতে চাইছে, হিজাব পরা মানেই বিনয়ী হওয়া, আর যারা পরে না, তারা বিনয়ী নয়! এটা একধরনের আক্রমণ এবং বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে।’
এই বিজ্ঞাপন শুধু ফ্যাশন না ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়েও বিতর্ক তৈরি করেছে। ফ্রান্সের জনমনে এখন প্রশ্ন- এটি নিছকই বিজ্ঞাপন, নাকি এর পেছনে আরও গভীর কোনো বার্তা লুকিয়ে আছে!
সূত্র: সানডে টাইমস
আপনার মতামত লিখুন :