ইয়েমেনের হুথি গোষ্ঠী মঙ্গলবার (২৫ মার্চ) দাবি করে তারা ইসরায়েলের কেন্দ্রীয় বেন গুরিয়ন বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজার ওপর ইসরায়েলের চলমান হামলার কারণে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েই চলেছে।
হুথিরা জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটি গত কয়েক দিনের মধ্যে পঞ্চম হামলা।
তবে, ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
হুথি গোষ্ঠী আরও জানিয়েছে যে, তারা রেড সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করেছে, তবে এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য দেয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিক্রিয়া
সোমবার (২৪ মার্চ) রাতে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে, যা ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই থামিয়ে দেওয়া হয়।
তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে, এবং এর বিচ্ছিন্ন অংশ ইসরায়েলি ভূখণ্ডে পড়েছে।
২০২৩ সালের শেষ দিক থেকে, হুথি গোষ্ঠী রেড সি, আরব সাগর, বাব আল-মন্দাব প্রণালি এবং অ্যাডেন উপসাগর দিয়ে যাওয়া ইসরায়েলি-সংযুক্ত জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তারা বলছে, এই হামলাগুলো গাজার প্রতি সংহতির অংশ।
হুথিরা জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ করেছিল। তবে মার্চ ২ তারিখে ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা আটকে দিলে, তারা হামলা পুনরায় শুরুর হুমকি দেয়।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
আপনার মতামত লিখুন :