মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে চীন। তাদের ভাষ্য, বিশ্বজুড়ে মোবাইল ফোন গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম থেকে ব্যবহারকারীদের তথ্য চুরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আর মার্কিনিদের এই তথ্য চুরির বিষয়টি ধরে ফেলেছে চীন। এ নিয়ে একটি ১১ অধ্যায়ের প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিসিআইএ)।
স্মার্ট মোবাইল ডিভাইস এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় হামলা, নিয়ন্ত্রণ বা অনুপ্রবেশ করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যেসব কার্যকলাপ চালাচ্ছে, চীনের ওই প্রতিবেদনে তা বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কার্যক্রমের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, অপারেটিং সিস্টেম, সিম কার্ড, সিস্টেম সফটওয়্যার, ডেটা ক্যাবল, সেলুলার নেটওয়ার্ক, জিপিএস এবং ইন্টারনেট। গোয়েন্দা সংস্থাগুলো তথ্য চুরিও করছে।
এছাড়া, আইটি কোম্পানিগুলোর ডেটা সেন্টার, সমগ্র মোবাইল শিল্প, ইকোসিস্টেমের মতো বিভিন্ন নেটওয়ার্ক পণ্যের মাধ্যমে ব্যাপকভাবে হামলা আর অনুপ্রবেশ করার ক্ষমতা তৈরি করার মতো কাজ করে যাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য, অ্যাকাউন্ট, ডিভাইস, লিঙ্ক, অবস্থান এবং অন্যান্য তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপকভাবে চুরি করছে। বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি এবং জাতীয় নিরাপত্তার জন্য এমন কর্মকাণ্ডকে গুরুতর হুমকি হিসেবে দেখা হয়।
‘মোবাইল ডিভাইস এবং গ্লোবাল কমিউনিকেশন সিস্টেমে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আড়িপাতাসহ তথ্য চুরি’ শিরোনামের প্রতিবেদনটি পৃথিবীজুড়ে সাইবার সিকিউরিটি ডেভেলপার, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
পৃথিবীজুড়ে সাইবার স্পেসে হামলা চালানোর জন্য সাইবার হামলার সরঞ্জামও প্রচুর পরিমাণে তৈরি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। চায়না সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (সিসিআইএ) কর্মকর্তা এই তথ্য জানান।
মার্কিন গোয়েন্দারা ইউজারদের ডেটায় বিশেষ অ্যাকসেস পেতে লিঙ্কড-ইনের মতো প্ল্যাটফর্মকেও ব্যবহার করে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: গ্লোবাল টাইমস
আপনার মতামত লিখুন :