ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

রাশিয়ায় সামরিক শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১১:২২ এএম
ছবি: ইন্টারনেট

রাশিয়ায় অতিরিক্ত আরও ৩ হাজার সেনা পাঠানোসহ কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য ক্ষেপণাস্ত্র, কামান এবং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। 

বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে। মস্কোকে হাজার হাজার সেনা এবং অস্ত্র পাঠিয়ে সাহায্য করার জন্য সিউল কিমের বিরুদ্ধে অভিযোগ করেছে।

তবে মস্কো বা পিয়ংইয়ং কেউই আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি প্রকাশ করেনি।

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় এক বিরল সফরে গিয়েছিলেন। তখন উভয় দেশ একটি বিশাল সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষার বিষয়টিও ছিল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, ‘জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠানো হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, ‘রাশিয়ায় প্রাথমিকভাবে পাঠানো ১১ হাজার উত্তর কোরিয়ার সেনার মধ্যে ৪ হাজার জন নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

জেসিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জনবলের পাশাপাশি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র, কামান সরঞ্জাম এবং গোলাবারুদ সরবরাহ করে চলেছে।’ 

এতে আরও বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) সরবরাহ করেছে, সেইসঙ্গে প্রায় ২২০ ইউনিট ১৭০ মিমি স্ব-চালিত বন্দুক এবং ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চার সরবরাহ করেছে।’