ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১২:৩১ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ছবি: ইন্টারনেট

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)।

ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে এ সুপারিশ করেছে সংস্থাটি।  এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন ওই কমিশনের ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট আমাদের নজরে এসেছে । কিন্তু আরও একবার সেখানে তাদের পক্ষপাতপূর্ণ ও রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্যাটার্নই পরিলক্ষিত হচ্ছে।’

জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজই করা হয়নি, ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‍‍‘উদ্বেগের সংস্থা‍‍’ (এনটিটি অব কনসার্ন) হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত।

সরাসরি না বললেও ভারত ওই রিপোর্টটিকে কার্যত ‍‍‘ফেইক‍‍’ বলেই দাবি করেছে এবং রিপোর্টের মূল বক্তব্যকে  ভারত সরাসরি অস্বীকার করেছে।

ভারত আরও দাবি করেছে, ‘১৪০ কোটি মানুষ এই দেশে থাকেন এবং পৃথিবীতে যত ধর্মের অস্তিত্ব আছে, তার সবটির প্রতিনিধিত্ব এখানে আছে। 

কিন্তু ভারতের এই বহুত্ববাদী কাঠামো এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্প্রীতিতে ভরা সহাবস্থানকে ইউএসসিআইআরএফ এভাবে স্বীকৃতি দেবে, এটা আমরা কখনো আশাও করি না।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। 

একই সঙ্গে সংস্থাটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।