ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

গাজা ডিভিশনের উত্তর ব্রিগেড কমান্ডারের পদত্যাগ ঘোষণা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের কমান্ডার কর্নেল হাইম কোহেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি স্বীকার করেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় তার ব্রিগেড ব্যর্থ হয়েছে।

কর্নেল হাইম কোহেন আইডিএফ (IDF) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির ও সাউদার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল ইয়ানিভ আসোরের কাছে পাঠানো পদত্যাগপত্রে লেখেন, "ফলাফল বলে, আমি ব্যর্থ হয়েছি!"

কোহেন এর আগেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পূর্ববর্তী আইডিএফ (IDF) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি তাকে পদোন্নতি দেননি। নতুন আইডিএফ (IDF) প্রধান এয়াল জামির ইতোমধ্যে ৫ মার্চ কোহেনের উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল ওমরি মাশিয়াহকে নিয়োগ দিয়েছেন।  

৭ অক্টোবরের হামলায় কী ঘটেছিল?

হামাস ৭ অক্টোবর ২০২৩-এ দক্ষিণ ইসরায়েলে ব্যাপক আক্রমণ চালায় যেখানে ১,২০০ এর বেশি ইসরায়েলি নিহত হয় এবং অনেককে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়। হামলার সময় কর্নেল কোহেন গাজা ডিভিশনের ঘাঁটিতে তার ওয়ার রুমে ছিলেন। তার সমকক্ষ, দক্ষিণ ব্রিগেডের কমান্ডার কর্নেল আসাফ হামামি, হামাসের সঙ্গে লড়াইয়ে নিহত হন, এবং তার মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়।

কেন এই পদত্যাগ গুরুত্বপূর্ণ?

৭ অক্টোবর হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে বলে জানা যায়। এই পদত্যাগ আইডিএফ (IDF) -এর ভেতরে নেতৃত্ব পরিবর্তনের একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে।  

সূত্র: টাইমস অব ইসরাইল