ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

‘পুতিন শিগগিরই মারা যাবে’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই মারা যাবেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা তীব্র আকার ধারণ করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর প্যারিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন: ‘পুতিন শিগগিরই মারা যাবেন, এটাই সত্য এবং এটি শেষ হবে।’

পুতিনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন কেন বাড়ছে?

৭২ বছর বয়সি ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবনতি নিয়ে বহু বছর ধরেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে তার মুখ ফোলা, পা কাঁপা, চোখ লাল হওয়া ইত্যাদি লক্ষণ দেখা গেছে, যা অনেকেই গুরুতর শারীরিক অসুস্থতার ইঙ্গিত বলে মনে করছেন।  

২০২২ সালে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে পুতিনকে টেবিল শক্ত করে ধরে রাখতে দেখা যায়, সে সময় তার কথা জড়িয়ে যাচ্ছিল। অনেক সময় তাকে প্রচণ্ড কাশি দিতে দেখা গেছে, আবার কখনো কখনো তিনি খোঁড়াতে খোঁড়াতে হাঁটছেন বলে ধারণা করা হয়েছে।

বিভিন্ন সূত্র দাবি করেছে, তিনি ক্যানসার বা পার্কিনসনস রোগে আক্রান্ত হতে পারেন। তবে ক্রেমলিন বরাবরই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের কৌশল

জেলেনস্কি ও ম্যাক্রোঁ প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। ম্যাক্রোঁ ইউক্রেনকে ২ বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দ্রুত পাঠানো হবে।  

তিনি বলেন, ‘রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করতে হবে, কোনো শর্ত ছাড়া।’

জেলেনস্কি স্পষ্টভাবে বলেন, ‘এখনই রাশিয়ার ওপর চাপ কমানোর সময় নয়। আমাদের ঐক্য দুর্বল করলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।’

ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের সম্ভাবনা?

ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউক্রেনে ইউরোপীয় বাহিনী পাঠানো নিয়ে আলোচনা। ইউক্রেনের উপদেষ্টা ইগর জোভকভা জানান, কেবল শান্তিরক্ষী বাহিনী নয়, ইউরোপীয় দেশগুলোর একটি শক্তিশালী উপস্থিতি দরকার।  

জেলেনস্কি জানান, এখনই কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ভবিষ্যতে এই বিষয়ে আলোচনা হতে পারে।

ম্যাক্রোঁ পরিষ্কার করেছেন যে, ইউরোপীয় বাহিনী যুদ্ধ করতে যাবে না, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তোলা হবে না

ম্যাক্রোঁ বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। নিষেধাজ্ঞা একমাত্র তখনই তোলা হবে, যখন রাশিয়া আগ্রাসন বন্ধ করবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলবে।’

সূত্র: ডেইলি মেইল