ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ফিলিস্তিনিদের পক্ষে আমরা সমুদ্র পথে প্রস্তুত : কুদস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কুদস দিবসের আগে গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে, বৃহস্পতিবার (২৭ মার্চ) পারস্য উপসাগর, ক্যাস্পিয়ান সাগর এবং মাকরান উপকূল জুড়ে একটি বিশাল সমন্বিত নৌ-কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশ, যার মধ্যে লেবানন, ইরাক এবং ইয়েমেনের বাহিনীর প্রতিনিধিরা।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানিয়েছেন, ৩,০০০ জাহাজ এ সমর মহড়ায় অংশগ্রহণ করেছে আমাদের সঙ্গে।

এই কুচকাওয়াজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ এবং অবাধ্যতার একটি দৃঢ় প্রতীক হিসেবে বলে উল্লেখ করেছেন তিনি।

তাংসিরি বলেন, ‘আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না, সমুদ্রেও প্রস্তুত আছি এবং তাদের পালানোর পথ রাখবো না। আমরা সমুদ্রে ইসরায়েলকে নরকে পরিণত করবো এবং বিশ্বের সামনে ইসরায়েলকে নির্মূল করবো।’

অনুষ্ঠানে ইসরায়েলি পতাকা পোড়ানো এবং ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করা হয়েছে।

তাংসিরি আরও বলেন, ‘কুদস দিবস হলো নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। প্রতিরোধ শুধু আকাশ ও মাটিতে নয়, সমুদ্রে আরও শক্তিশালী হয়ে উঠেছে।’

আইআরজিসির সেকেন্ড অ্যাডমিরাল মেহদী হাশেমি বলেন, যৌথ অভিযানে প্রতিরোধের শহীদদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এবং আমরা ইরাক, ইয়েমেন ও লেবাননের অংশীদারদের সাথে এই মহড়ায় অংশ নিয়েছি। আমরা স্বাধীনতাপ্রেমী জাতি, আমরা ইহুদিবাদী শাসনব্যবস্থা নির্মূল না হওয়া পর্যন্ত আমদের সংগ্রাম চালিয়ে যাব।