গাজায় গত এক সপ্তাহে ১,৪২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বোমাবর্ষণ এবং বাস্তুচ্যুতি আদেশ বৃদ্ধি পাওয়ার ফলে গাজা উপত্যকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, বোমাবর্ষণ কারণে প্রতিদিন বাস্তুচ্যুতি হচ্ছে মানুষ।
গাজায় পণ্যবাহী জাহাজ প্রবেশে অবরোধ ও সমুদ্র পথে মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধের ফলে ২০ লাখেরও বেশি মানুষের জীবনে ভয়াভহ সংকটে আছে।
ডুজারিক জানান, ইসরায়েলি বাহিনীর বাস্তুচ্যুতি আদেশ বেড়েইচলেছে ফলে গাজায় ১৭%, অর্থাৎ প্রায় ৬১ বর্গকিলোমিটার (২৪ বর্গমাইল) এলাকা জুড়ে মাত্র এক সপ্তাহে ১,৪২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
আপনার মতামত লিখুন :