গত মঙ্গলবার, ১৮ মার্চ ইসরায়েল গাজা উপত্যকায় নতুন করে সামরিক আগ্রাসন শুরু করেছে। এই আগ্রাসনের কারণে গাজার স্বাস্থ্য খাতে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বুরশ জানান, গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহে তীব্র ঘাটতি সৃষ্টি হয়েছে, যার ফলে ৮০ শতাংশ রোগী গুরুত্বপূর্ণ ওষুধের অভাবে ভুগছেন।
আল-বুরশ বলেন, চিকিৎসা সম্পদের অভাবে, আমরা যেকোনো মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হতে পারি। গাজায় এখন পর্যন্ত ৪,৫০০ অঙ্গচ্ছেদ হয়েছে, যার মধ্যে ৮০০ শিশু এবং ৫৪০ মহিলা রয়েছে।