ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

৩–৬ মাসের মধ্যে ‘ধ্বংস’ হয়ে যাবে ভারতের অর্থনীতি!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৩:৪৬ পিএম
কংগ্রেস নেতা পি চিদাম্বরম ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন দেশটির কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্প যদি একসঙ্গে সব দেশকে লক্ষ্যবস্তু না করে, বরং একেকটি দেশকে বেছে নিয়ে শুল্ক আরোপ করেন, তাহলে সেই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। 

সে ক্ষেত্রে শুধু ভারতকে বেছে নিলে আমরা ধ্বংস হয়ে যাব। মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যেই আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ট্রাম্প সব দেশকে এক কাতারে এনে সর্বজনীন শুল্ক আরোপ করবেন না। প্রতিটি দেশের জন্য আলাদা একটি হার নির্ধারণ করছেন। তিনি একের পর এক দেশকে লক্ষ্যবস্তু করবেন এবং তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।

যদি তিনি তা করেন এবং প্রথমে ভারতকে বেছে নেন, তবে অন্যান্য দেশ বলবে, ‘আমাদের এখনো টার্গেট করা হয়নি।’ তাই যদি আমরা এই কৌশলগত টার্গেটিং রোধে পদক্ষেপ না নিই, তাহলে প্রথম হামলার পর আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ব।’

ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকির বিপরীতে ভারতের সরকারের পদক্ষেপ স্পষ্ট করে জানানোর আহ্বান করেছেন এই নেতা। তাঁর দাবি, সরকারের সব মন্ত্রীও জানেন না শুল্কের বিপরীতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, ভারতকে অবশ্যই নিজ স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, তবে অনেক দেশ এখন একমত যে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ক মেনে নেওয়া যাবে না।

ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম আরও বলেন,  ‘সরকারের এই পদক্ষেপগুলো বিশ্বকে জানানো জরুরি নয়, তবে অন্তত সংসদে একটি বিবৃতি দেওয়া উচিত বা বিরোধী দলগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত।

আমরা এ নিয়ে পুরোপুরি অন্ধকারে রয়েছি। আসলে, আমার জানা মতে, বেশিরভাগ মন্ত্রীও অন্ধকারে রয়েছেন।’

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। গাড়ি আমদানির ওপর ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারতের প্রায় ৭ বিলিয়ন ডলারের রপ্তানির ওপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে।