প্রেসিডেন্ট থাকা পর্যন্ত মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজান মাসের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বৃস্পতিবার(২৭ মার্চ) এই অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা।
সম্মাননা ও উদযাপনের এই রাতে বিলাসবহুলভাবে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। শুরুতেই সারা বিশ্বের মুসলমানদের সিয়াম ও আত্মিক চিন্তার এই মাস রমজানের শুভেচ্ছা জানান তিনি।
তিনি তার নির্বাচনী বিজয়ে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের রেকর্ডসংখ্যক ভোট প্রদানের কথা তার বক্তব্যে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি হাজার হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের ২০২৪ সালের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন দিয়েছেন।’
বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মুসলিম সম্প্রদায়ের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন, যার মধ্যে অর্থনৈতিক সহায়তা, শিক্ষা নীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, ‘নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল, আমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’
এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রভাবশালী মুসলিম-আমেরিকান নেতা এবং বিভিন্ন ইসলামী দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যের শেষে শান্তি, কৃতজ্ঞতা ও ধর্মীয় নিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মিশিগানের মুসলিম নেতাদের সঙ্গে তার আলোচনার একটি বিশেষ মুহূর্ত স্মরণ করেন। যেখানে তারা বলেন, ‘স্যার, আমরা কেবল শান্তি চাই।’
এরপর উপস্থিত সবাই ঐতিহ্যবাহী ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এবং বিশ্বাস, নীতি ও মার্কিন-মুসলিম সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
মুসলিম-আমেরিকান নেতাদের সক্রিয় সম্পৃক্ততা ও কূটনৈতিক পদে মুসলিম ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার অন্তর্ভুক্তি ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনাদের জন্য হোয়াইট হাউসে একজন ব্যক্তি আছেন, যিনি আপনাদের ভালোবাসেন।’
আপনার মতামত লিখুন :