মিয়ানমারে আজ শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে শুধু মিয়ানমারই নয়, একসঙ্গে কেঁপেছে দক্ষিণ–পূর্ব এশিয়ার আরও ৫ দেশ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, লাওস, থাইল্যান্ড এবং চীনেও অনুভূত হয়েছে।
বিশেষ করে মিয়ানমারের পাশাপাশি পাশ্ববর্তী দেশ থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশ দু’টিতে বিভিন্ন ভবন ধসের পড়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭।
ভূত্ত্ববিদরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এদিন মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
যার একটি ৭ দশমিক ৭ মাত্রার, অন্যটি ৬ দশমিক ৪ মাত্রার।
৭ দশমিক ৭ মাত্রার কম্পনটিকে ‘মেজর ক্যাটাগরির ভূমিকম্প’ হিসেবে ধরা হচ্ছে।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
আপনার মতামত লিখুন :