সোমবার, ৩১ মার্চ, ২০২৫

অস্ট্রেলিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সাধারণ নির্বাচন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১২:১৪ পিএম

অস্ট্রেলিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সাধারণ নির্বাচন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ শুক্রবার 
(২৮ মার্চ) ক্যানবেরার পার্লামেন্ট হাউসে এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি ও প্রধান বিরোধী লিবারেল-ন্যাশনাল জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠতার লড়াই ও জোট সরকার গঠনের সম্ভাবনা

অস্ট্রেলিয়ার নিম্নকক্ষে (প্রতিনিধি পরিষদ) ১৫০টি আসনের মধ্যে অন্তত ৭৬টি আসন পেলেই কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারবে। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল জোটের জনপ্রিয়তা প্রায় সমান অবস্থানে রয়েছে, ফলে এবারের নির্বাচনে জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি।  

বিশ্লেষকদের মতে, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে স্বতন্ত্র এমপি ও ছোট দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গত নির্বাচনে ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য ভোট পাওয়ায় এবার তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  

নির্বাচনের প্রধান ইস্যুগুলো

এবারের নির্বাচনে ভোটারদের মূল আকর্ষণের বিষয়গুলো হলো- 

  • অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়– মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় ভোটারদের বড় উদ্বেগের কারণ।  
  • জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নীতি– জলবায়ু নীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানাচ্ছে অনেক তরুণ ভোটার।  
  • অভিবাসন নীতি– আশ্রয়প্রার্থীদের প্রতি বর্তমান সরকারের কঠোর নীতির কারণে অভিবাসন ইস্যুতে বিতর্ক চলছে।  
  • জাতীয় নিরাপত্তা ও চীন প্রসঙ্গ – অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও নিরাপত্তা ইস্যু বড় আলোচনার বিষয়।  

ভোটের প্রস্তুতি ও সম্ভাব্য চমক

বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ভোটাররা শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, যা নির্বাচনের ফলকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে তরুণ ও নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে অঙ্গীকারবদ্ধ নন- এমন ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।  

অস্ট্রেলিয়ায় প্রতি তিন বছর পরপর সংসদের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার ও কৌশল ততই আক্রমণাত্মক হয়ে উঠছে। ভোটারদের মন জয়ের লড়াইয়ে বড় দলগুলোর পাশাপাশি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও এখন ফোকাসে চলে এসেছে।  

আরবি/এসএস

Link copied!