ভূমিকম্পে কোনো ক্ষতি হয়নি গ্রেপ্তার হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির। বর্তমানে রাজধানী নেপিদোর কারাগারে রয়েছেন তিনি ।
কারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির বার্মিজ সার্ভিস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ২০২১ সাল থেকেই কারাগারে রয়েছেন ক্ষমতাচ্যুত অং সান সু চি।
তাঁকে এর আগে ২০২৩ সালে কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছিল। পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
ইতোমধ্যে, মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ৭ দশমিক ৭ মাত্রার নিহতের সংখ্যা বেড়ে হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।
ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। এখনো উদ্ধারকাজ চলমান।
প্রসঙ্গত, অং সান সু চি এর আগেও সামরিক শাসনের বিরোধিতার করার জন্য গৃহবন্দি ছিলেন। ২০১০ সালে মুক্তি পাওয়ার পর ২০১৫ সালের নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়লাভ করেন।
আপনার মতামত লিখুন :