ফ্রান্সের মুসলিমরা আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে। গত মঙ্গলবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দেশটির মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিম থিওলজিক্যাল কাউন্সিল অব ফ্রান্স এ ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, জ্যোতির্বিদ্যাগত গণনার ভিত্তিতে এবং সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুসারে ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ উদিত হবে ২৯ মার্চ (শনিবার)। এরপর ৩০ মার্চ (রোববার) শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে চিহ্নিত হবে এবং এদিনই ফ্রান্সের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।
ফ্রান্সের মুসলিমদের প্রধান প্রতিনিধিত্বকারী সংস্থা, ইসলামিক ধর্মীয় বিষয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং মসজিদ, হালাল নীতি, ঈদের তারিখ নির্ধারণসহ বিভিন্ন ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ফরাসি মুসলিম বিশ্বাস পরিষদও একই তারিখ অনুমোদন করেছে।
তবে প্যারিস গ্র্যান্ড মসজিদ জানিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার পর ঘোষণা করা হবে।
এদিকে ঈদকে উপলক্ষে করে ফ্রান্সেবাংলাদেশি পরিচালনাধীন দুই প্রধান মসজিদের ঈদের জামায়াতের সূচি প্রকাশ করেছে।
ফ্রান্স-বাংলাদেশ অভারভিলা জাতীয় জামে মসজিদের সকাল ৬টায় প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে। পরে ক্রমান্বয়ে দুপুর ১টা পর্যন্ত একাধিক জামায়াত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং শেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এর মধ্যবর্তী সময় আরো ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে একই মসজিদে।