মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ঈদুল ফিতরের তারিখ জানাল ভারত-পাকিস্তান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৭:৫৬ পিএম

ঈদুল ফিতরের তারিখ জানাল ভারত-পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও পাকিস্তানে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। দেশ দুটি আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করছে। আগামী সোমবার (৩১ মার্চ) ধর্মীয় বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন ভারত ও পাকিস্তানের মুসলিমরা। খবর খালিজ টাইমস ও গালফ নিউজ।

শনিবার (২৯ মার্চ) ভারতে রমজানের ২৮তম দিন। কিন্ত দেশটিতে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল রোববার ভারতে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)।

এদিকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে বলে ঘোষণা করেছে। এবং রোববার খালি চোখে সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছে। দেশটিতে আজ রমজানের ২৮তম দিন ছিল।

এর আগে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) দেশটি  ঈদুল ফিতর উদযাপিত হবে। মালয়েশিয়া, ব্রুনাই ও বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া একই দিনে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

সৌদি আরবে ঈদ কবে?

সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরব। আজ শনিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, চাঁদ মাত্র ৭-৮ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে। ফলে দ্রুত নিশ্চিত করতে যে চাঁদ দেখা গেছে। এজন্য পুরো দেশজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখতে নিয়োজিত করা হয়েছে।

আরবি/এসএমএ

Link copied!