মুসলিম বিশ্বের পরাশক্তি ইরানে ঈদুল ফিতর আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের (আইএসি)।
সংস্থাটির মতে, আগামীকাল রোববার দেশটিতে খালি চোখে চাঁদ দেখা যাবে। ইরানে শনিবার (২৯ মার্চ) রমজানের ২৮তম দিন। খবর গালফ নিউজ।
এদিকে ওমানেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে আইএসি।
এর আগে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) দেশটি ঈদুল ফিতর উদযাপিত হবে। ভারত, পাকিস্তান মালয়েশিয়া, ব্রুনাই ও বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া একই দিনে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।