ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ আগামীকাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে দেখা মিলেছে প্রতীক্ষিত সাওয়াল মাসের চাঁদের। ফলে দেশটিতে এক মাসের সিয়াম সাধনার সমাপ্তির মধ্য দিয়ে শুরু হলো উৎসবের আমেজ। অর্থাৎ মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র সৌদি আরবে আগামীকাল রোববার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর খালিজ টাইমস ও গালফ নিউজ।

এদিকে, সৌদি আরবের মতো কাতার, কুয়েত, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে ঈদ উদযাপিত হবে। আরবি মাসগুলো মূলত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।

রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্‌যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ফলে অনুমান করা যায়, বাংলাদেশে ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে। এ নিয়ে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সভাতেই নেওয়া হবে।

এর আগে, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) দেশটি  ঈদুল ফিতর উদযাপিত হবে। ওমান, ইরান ভারত, পাকিস্তান মালয়েশিয়া, ব্রুনাই ও বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া একই দিনে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

দেশগুলোতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে রোববার রমজানের ২৯তম দিন হবে। আর এদিন সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দেওয়া হয়েছে।