মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মেলেনি পরীক্ষার অনুমতি, ছাত্রীর আত্মহত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৮:১২ পিএম

মেলেনি পরীক্ষার অনুমতি, ছাত্রীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় স্কুলের ৮০০ টাকা বেতন না দিতে পারায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

পরে ওই ছাত্রী অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, শনিবার (২৯ মার্চ) পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে স্কুলে গেলে তাকে জানিয়ে দেওয়া হয় বেতনের টাকা পরিশেরধ না করলে পরীক্ষা দিতে পারবে না। বিষয়টি নিয়ে তাকে রীতিমতো অপমানও করেন স্কুলের প্রিন্সিপাল।

স্কুল থেকে অপমানিত হয়ে ফিরে নিজের ঘরে এসে আত্মহত্যা করে ওই ছাত্রী। পরে পুলিশ এসে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মেয়ের মা জানান, প্রতিদিনের মতোই খেতে কাজ করতে গিয়েছিলাম। কাজ শেষে বাড়ি ফিরে জানতে পারি আমার মেয়ে আর নেই।

ওই ছাত্রী মা বলেন, ঘটনায় জড়িতদের আমি সাজা চাই। স্কুল কর্তৃপক্ষের কঠোর শাস্তি দেওয়া হোক।

এ ঘটনার মামলা সূত্রে জানা যায়, স্কুল ম্যানেজার ও প্রিন্সিপাল রাজকুমার যাদবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন মৃত ছাত্রীর মা।

আরবি/জেডি

Link copied!