রাশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।
স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) মাসব্যাপি রোজা পালনের পর ঈদ উদযাপন করছেন দেশটির মুসলিমরা।
সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’
এ বার্তায় দাতব্য, শিক্ষা ও দেশের জন্য মুসলিমদের ভূমিকার প্রশংসাও করেন তিনি। এছাড়া রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর তাৎপর্যপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন পুতিন।
প্রেসিডেন্ট পুতিন ছাড়াও রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিখঅইল মিশুস্টিন।